ফিরোজ মাহমুদ,
সালথা-ফরিদপুর,
ফরিদপুরের সালথায় পল্লী চিকিৎসক ফললুর রহমানের চেম্বারের উপজেলা নির্বাহী জনাব হাসিব সরকার শনিবার বিকাল ৫টার সময় অভিযান চালিয়ে তার রোগীগে দেওয়া চিকিৎসা ব্যবস্থাপএে নামের আগে ডাঃ লিখা পায়৷ ৷ যা বাংলাদেশের প্রচলিত আইনে দন্ডনীয় অপরাধ ৷ আইনে স্পষ্ট বলা আছে, কোন স্বীকৃত মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হতে ডিগ্রী অর্জন ছাড়া কেউ নামের আগের ডাঃ লিখতে পারবে না৷ উক্ত আইনে ফজলুল রহমানের ৫০,০০০/= (পন্চাশ হাজার টাকা) মাএ জরিমানা করা হয় ৷ এসময় বাংলাদেশ আওয়ামীলীগ সালথা উপজেলা শাখার সাধারন সম্পাদক, ভাওয়াল ইউনিয়নে চেয়ারম্যান ও বাজার কমিটির সভাপতি মোঃ ফারুকুজ্জামান ফকির মিয়া, যুবলীগের সহ-সভাপতি শওকত হোসেন মুকুল,সাংগঠনিক সম্পাদক নাদল হোসেন,যুবলীগ নেতা সোহেল মাহমুদ, ফিরোজ মাহমুদ প্রমুখ
Leave a Reply