মেহেদী হাসান ইমরান, শালিখা (মাগুরা) প্রতিনিধি: মাগুরার শালিখায় মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে শালিখা থানা পুলিশ আয়োজনে ৪০ দলীয় প্রীতিপূর্ণ এক ব্যাডমিন্টন প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার সন্ধ্যা ৭ টায় শালিখা থানা চত্বরে মাগুরা-২ আসনের সংসদ সদস্য ও সাবেক যুবও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ খেলার শুভ উদ্বোধন করেন শুভ উদ্বোধনী এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা জেলার সুযোগ্য পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মাগুরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুল হাসান, সহকারি পুলিশ সুপার( শালিখা সার্কেল) আবির সিদ্দিকী শুভ্র, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ মোঃ কামাল হোসেন, শালিখা উপজেলা নির্বাহী অফিসার গোলাম মোঃ বাতেন, শালিখা থানার অফিসার ইনচার্জ মোঃ তরিকুল ইসলাম, সহকারি কমিশনার(ভূমি) মোঃ মনিরুজ্জামন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আরজ আলী বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার সাবানা, মহম্মদপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বেবি নাজনিন,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী আবু হানিফ, মাগুরা জেলা বন্ধু ব্যাডমিন্টন ক্লাবের সাধারণ সম্পাদক বারিক আনজাম বারকী প্রমূখ।
Leave a Reply