কবির হোসেনঃ কাজিপুর(সিরাজগঞ্জ) আমি ইউএনও কাজিপুর বলছি। আপনার ওখানে নানা সমস্যা আছে। এই নম্বরে টাকা দিতে হবে।’ গ্রামীণ ফোনের ০১৭৩১-৫৯৯৪৬৬ এই নম্বর থেকে ফোন করে উপজেলার আওতাধীন ইউনিয়ন পরিষদের এক সচিব ও দুই ইউপি সদস্যের নিকট টাকা দাবী করা হচ্ছে। বলা হচ্ছে এটা ইউএনও’র ব্যক্তিগত নম্বর।
এমনি করে প্রতারণার ফাঁদ পেতেছে এক প্রতারক।
রবিবার( ২২ নভেম্বর) সন্ধ্যায় ‘ইউএনও কাজিপুর’ নামক ফেসবুক আইডিতে বিষয়টি তুলে ধরে একটি পোস্ট দিয়েছেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী। তিনি পোস্টে উল্লেখ করেছেন, কেউ দয়া করে প্রতারিত হবেন না। আমি কারো নিকট থেকে টাকা চাইছি না।’ এ বিষয়ে ইউএনও জানান, ‘ দুইজন জনপ্রতিনিধি এবং একজন ইউপি সচিবের নিকট ওই নম্বর থেকে ফোন দিয়ে ইউএনও কাজিপুর পরিচয়ে টাকা দাবী করা হচ্ছে। বিষয়টি জানার পরে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সামাজিক মাধ্যমে পোস্ট দেয়া হয়েছে। উল্লেখ্য এর আগেও ইউএনও’র নম্বর ক্লোন করে টাকা দাবীর ঘটনা ঘটেছে।
Leave a Reply