আঃ ছাত্তার মিয়া, নরসিংদী: মাধবদী পৌরসভা জনপ্রিয় মেয়র হাজী মোশাররফ হোসেন প্রধান মানিক বলেন, মাধবদী থেকে সন্ত্রাস চাঁদাবাজ, মাদক ও কিশোর গ্যাং নির্মল করব। মাধবদীকে বাসযোগ্য স্বপ্নের শহর নির্মাণ করব। মাধবদী বাসির দোয়া ও সমর্থন নিয়ে নৌকা মার্কা নিয়ে পুনরায় নির্বাচন করতে চাই। আমি যদি মাধবদী পৌরসভার উন্নয়ন করে থাকি এবং জনগণের সেবা করে থাকি। আমি আপনাদের আজীবন সেবা করে যাবো ইনশাল্লাহ।
আজ (২৩ নভেম্বর) দৈনিক লাল সবুজের দেশ প্রত্রিকার নরসিংদী সদর প্রতিনিধি আ: ছাত্তার মিয়া ও জেলা প্রতিনিধি মাসুদ রানা বাবুল এর সাথে একান্ত সাৎক্ষকারে মেয়র আরো বলেন, গত ৪০ বছরে মাধবদীতে যে পরিমাণ উন্নয়ন হয়নি আমার আমলে তার চেয়ে বেশি উন্নয়ন হয়েছে। মাননীয় সংসদ সদস্য লে.কর্নেল(অব:) মোঃনজরুল ইসলাম হিরু সহযোগিতায় ব্রহ্মপুত্র পুন: খনন করে পৃর্বে চেহেরায় ফিরেয়ে আনার কাজ চলমান। আমার আমলে মাধবদী পৌরসভার ব্যপক উন্নতি হয়েছে। মধাবদী বাজারের ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা করছে এবং চাঁদাবাজ ছিনতাইকারী মুক্ত। করোনা মহামারীতে আমার মাধবদী বাসী না খেয়ে থাকেনি। মাননীয় প্রধানমন্ত্রী মাদার অব হিউমেনিটি জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সরকারি অনুদানসহ আমর ব্যক্তিগত তহবিল থেকে রিক্সাওয়ালা, শ্রমিক ও সকল কর্মহীন পৌরবাসী ঘরে খাদ্য সামগ্রী বিতরণ করেছি।
Leave a Reply