স্বপন খানঃ
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার ভাগদী গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে ভাগদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাযার নামাজের পূর্বে পলাশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম ও ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) জহিরুল ইসলামসহ পুলিশের একটি টিম রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন। জানাযার নামাজ শেষে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়।বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম মরণঘাতী ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। তিনি দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসা শেষে নিজ বাড়িতেই ছিলেন। অবশেষে ক্যান্সারের সাথে লড়াই করে আজ মঙ্গলবার দুপুর ১২টা ৫০ মিনিটে না ফেরার দেশে পাড়ি জমান এই বীর মুক্তিযোদ্ধা। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সর্বস্থরের মানুষ।
Leave a Reply