রিয়াজুল হক সাগর, রংপুর সিটি প্রতিনিধিঃ
রংপুরের কাউনিয়ায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি শাহাদত হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে উপজেলার সদরাতালুক গ্রামে নিজ বাড়ী থেকে তাকে আটক করা হয়। সে ওই গ্রামের হোসেন আলীর ছেলে।
কাউনিয়া থানার ওসি মাসুমুর রহমান জানান, শাহাদত হোসেন দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী। একটি মামলায় আদালত তাকে দুই বছরের কারাদন্ড ও এক হাজার টাকা জমিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদন্ডের আদেশ দেন। রায় ঘোষণার পর থেকে সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। সোমবার সে নিজ বাড়ীতে অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে নিজ বাড়ী থেকে গ্রেফতার করে মঙ্গলবার রংপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply