মাসুদ রানা বাবুল : নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নে বাড়ৈআলগী গ্রামের মৃত জয়নাল উদ্দিনের ছেলে আরিফ (২০) দীর্ঘ ৫ বছর যাবত এলাকায় দাপট খাটি ইয়াবা গাঁজা ও ফেনসিডিল বিক্রি করে আসছে।
গত ৭ মাস আগে প্রতিবেশি ব্যক্তির কাছে ইয়াবা ও গাঁজা বিক্রি করতে গেলে ও তার সাথে ব্যবসা করতে বললে মাদক ব্যবসায়ী আরিফ মিয়াকে মারধর করে। পরে এলাকার গান্যমান্য ব্যক্তি শালিশির মাধ্যমে ৪০ হাজার টাকা দিয়ে সমাধান করেন। পরে কিছু দিন যেতে না যেতেই এলাকায় মুরগির ফ্রাম ভাড়া নিয়ে রমরমা গাঁজা ও ইয়াবার ব্যবসা চালু করে। মহামারি করোনা মঝেও আরিফ মিয়ার ভাই সবুজ মিয়াকে দিয়ে ইয়াবা বিক্রি জন্য নরসিংদীর বেলাব থানার মরজালে পাঠালে বেলাব থানার পুলিশ আটক করে।
এই আরিফ মিয়া ইয়াবা ও গাঁজা ব্যবসার পাশাপাশি ইটাখোলা গাজীপুর রোড়ে, ছিনতাই সহ বিভিন্ন লোকদের জিম্মি করে টাকা আদায় করে আসছে বলে জানায় স্থানীয় বাসি। এই কুখ্যাত মাদক ব্যবসায়ী আরিফ মিয়া, শিবপুরের বাসস্ট্যান্ডে, জয়নগর, ঘাগটিয়ায় মাদক বিক্রি করে থাকে বলে জানায়।
নাম প্রকাশে অনিচ্ছুক কিছু ব্যক্তি জানায়, সে এখন এলাকায় না থেকে গা ডাকা দিয়ে রাতের আধাঁরে মাদক বিক্রি করে বলে জানায় এলাকাবাসি। কেউ কিছু বলতে গেলে মেরে ফেলা হুমকি সহ ভয়ভীতি দেখায় এলাকা বাসি জানায়। সে মাদক বিক্রির পাশাপাশি সন্ত্রাসী কার্যকালাপে জারিত থাকে রাস্তা রাতে ছিনতাই সহ সকল অপকর্মে জারিত । এলাকা বাসির দাবি তাকে গ্রেফতার করে আইনের আওতায় এনে যুবসমাজের মাদকের হাত থেকে বাচাঁন। এলাকাবাসী প্রসাশনের দৃষ্টি কামনা করছে।
Leave a Reply