আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
বিয়ের বাকী আর সপ্তাহ খানিক । পরিবারের আশা বাড়ির মেয়ের বিয়ে হবে অতি ধুমধামের সাথে। বিয়ের বাধ্য বাজবে জান্নাতুন নাঈমা আছমা (২০)র। বর্ণীল আয়োজনে চলছে বিয়ের মহা উৎসবের আয়োজন। ইতি মধ্যে শেষ করেছে বর-কনের উভয়ের কেনা-কাটা।
কিন্তু গত ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টায় নিজ ঘরে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করে জান্নাতুন নাঈমা আছমা। আত্বহত্যাই যেন সব শেষ। সেই বিয়ে বাড়ীতে এখন সানাইয়ের পরিবর্তে বেজে উঠেছে বিষাদের করুন সুর। আত্মহত্যার শিকার তরুণী চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী রুস্তম হাটের শীর্ষ ব্যবসায়ী জামাল উদ্দিনের ভাই কামাল উদ্দিনের কন্যা। ঘটনার পর পুলিশ এসে নিহতের সুরতহাল তৈরী করে । গতকাল শুক্রবার ভোরে তার দাফন সম্পন্ন হলেও এই ঘটনায় পুরো পরিবার নির্বাক বলে জানা গেছে। পরিবারের সাথে মুঠো ফোনে বারবার যোগাযোগ করা হলেও নিহতের পরিবারের কারো বক্তব্য পাওয়া যায়নি।
এলাকাবাসীর সূত্রে জানা যায়,আছমার সাথে দীর্ঘদিন ধরে বটতলী গ্রামের মোকামি পাড়ার নাঈম উদ্দিনের ছেলে জামশেদ হোসেন সাগর(২২)র সাথে প্রেমের সম্পর্ক ছিল।মেয়ের প্রেমিককে কোন মতে মেনে নিতে নারাজ আছমার পরিবার।এই নিয়ে পরিবারের সাথে আছমার কথা কাটাকাটি হয় অনেকবার।পছন্দের প্রেমিকাকে আছমার পরিবার মেনে না নেওয়ায় এবং অন্যত্র বিয়ে টিক করায় এই ঘটনা ঘটিয়েছে।
জামশেদের বন্ধুরা জানায়, সাগর ও আছমা বটতলী এসএম আউলিয়া উচ্চ বিদ্যালয়ে লেখা-পড়া করার সময় প্রেমের সম্পর্কে জড়ায়।দীর্ঘ ৪ বছরের তাদের প্রেমের সম্পর্ক।বিভিন্ন সময় তাদের একসাথে দেখেছি।
আনোয়ারা থানা সূত্র জানা যায়,গত ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার বিকালে ব্যবসায়ী জামাল উদ্দিনের পরিবার থেকে ফোন করে থানায় আত্মহত্যার ঘটনাটি জানালে পুলিশ ঘটনা স্থলে গিয়ে লাশের সুরতহাল সম্পন্ন করে। বিভিন্ন সূত্র জানা যায়, জান্নাতুল নাঈমার সাথে আগামী ৭ জানুয়ারী চট্টগ্রামের একটি বিলাস বহুল কমিউনিটি সেন্টারে ধুমধাম আয়োজনে তার বিয়ের দিনক্ষন ঠিক হয়। ইতিমধ্যে আছমার উপস্থিতিতে বিয়ের বাজারও সম্পন্ন হয়। কিন্তু বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টায় নিজ ঘরে ফ্যানের সাথে ঝুলে সে আত্মহত্যা করে।
আনোয়ারা থানার ওসি এসএম দিদারুল ইসলাম সিকদার জানান, উপজেলার বটতলী এলাকার এক তরুণীর আত্মহত্যার ঘটনা ঘটে। পুলিশ গিয়ে লাশের সুরতহাল তৈরী করে। এব্যাপারে আনোয়ারা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
Leave a Reply