হে ঈমানদারগণ !আল্লাহুকে ভয় কর, প্রত্যেকেরই
উচিত, আগামীকালের জন্য সে কি প্রেরণ করে, তা চিন্তা করা। আল্লাহুকে ভয় কর, তোমরা যা কর আল্লাহু সে সম্পর্কে জ্ঞাত।
তাদের মত হয়ো না যারা আল্লাহুকে ভুলে গিয়েছে
ফলে আল্লাহু তাদেরকে আত্মবিম্মৃত করে দিয়েছেন। তারাই তো সত্যত্যাগী। জাহান্নামের অধিবাসী এবং জান্নাতের অধিবাসী সমান নয়।
জান্নাতবাসীরাই সফলকাম।
সূরা হাশর- ৫৯ > ১৮- ২০
Leave a Reply