হারুন-অর-রশিদ দেওয়ানগঞ্জ প্রতিনিধিঃ জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলাধীন সানন্দবাড়ী পিআইসি’র চরআমখাওয়া ইউনিয়নের লংকার চরে জমি নিয়ে বিরোধের জেরধরে ছৈমুদ্দীনের ছেলে চাঁন মিয়া (৫০) নামে একজন নিহত হয়েছে। গতকাল বুধবার ১০ ফেব্রুয়ারি বেলা আনুমানিক ৩টার দিকে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মায়ের জমি মেয়েদের দলিল দেওয়াকে কেন্দ্র করে এ সংঘর্ষ ঘটে। এলাকাবাসী জানান- গতকাল বুধবার হামিদা ও হাবিজা মায়ের দানকৃত জমিতে কৃষি কাজ করতে ছিলেন, এসময় মৃত কাদের এর ছেলেরা অর্থাৎ হাবিজা ও হামিদার ভাইগণ শাহজাহান, আজাহার, মকবুল, মনোহার অতর্কিত হামলা চালায়। এতে মারাত্মক আহত হন চান মিয়া, সুমার, সবুরজান, হাবিজা, হামিদা,দুলাল। এদের প্রথমে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর সদর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। আজ ভোর ৬টার সময় চাঁন মিয়ার মৃত্যু হয় ।
দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ মোহাব্বত কবির ঘটনাস্থল পরিদর্শন করে সত্যতা নিশ্চিত করেছেন। এখবর লেখা পর্যন্ত মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।
Leave a Reply