। সিলেট গোয়াইন ঘাট প্রতিনিধি ঃ নুরুল সিকদার তামাবিল সোনার টিলা দিয়ে রাতের আধারে হাজারো হাজার বস্তা মটরশুটি এবং কম্বল চিপস মাছ এবং দেশি মুরগি ভারতে পাচার হয় । পাচার করা পণ্যগুলো থেকে থেকে সিদ্দিক বাহিনী সীমান্তরক্ষী বিজে পির নাম ভাঙ্গিয়ে মোটা আকারে শুল্ক আদায় করেন ভারতে পাচার করা পণ্যগুলো থেকেও এবং ভারত থেকে আসে মদ ফেনসিডিল ইয়াবা এদের কাছ থেকে ও শুল্ক আদায় করেন । এই সিদ্দিক বাহিনী রাতা রাতি গাড়ি-বাড়ির মালিক হয় । এদের মত বাহিনীর কারণেই দেশের যুব সমাজ ধ্বংসের শেষ প্রান্তে তাই বিজি পির ঊর্ধ্বতন কর্মকর্তা আশাকরি ব্যাপারে সোচ্চার হবেন এবং দেশের প্রচলিত আইনের ব্যবস্থা নিবেন ।
Leave a Reply