নিজস্ব প্রতিনিধি সিলেট:: সিলেট জেলার ওসমানীনগর উপজেলার দয়ামীর বাজার তাফসীর কমিটির উদ্দ্যোগে ২ দিন ব্যাপী ১৩ তম তাফসীর মাহফিল আগামী কাল থেকে অনুষ্টিত হবে। ১৬/১৭ ফেব্রুয়ারি মঙ্গল ও বুধ বার প্রতিদিন বেলা ৩ ঘটিকা থেকে মধ্য রাত পর্যন্ত চলবে। উক্ত মাহফীলে তাফসীর পেশ করবেন, অলী ইবনে অলী আল্লামা হাফিজ শায়েখ সাইদুর রহমান বরুণী,মাওঃ শায়েখ আব্দুর রহমান সাহেব শমসেরগন্জী খলিফায়ে বরুণী,আল্লামা শায়েখ আব্দুর রহমান কলুমা,মুফতি বেলাল হোসাইন বি-বাড়ীয়া,মুফতি আমজাদ হোসাইন ঢাকা,মাওঃ হাবিবুল্লাহ আজহারী কিশোরগন্জ,মাওঃ আব্দুল হাই বাহুবলী,মাওঃ নুরুল হক্ব নবীগন্জী,মাওঃ নাসির উদ্দীন সৌরভ ঢাকা,মুফতি মন্জুর রশীদ আমিনী নাতি শায়খে কাতিয়া প্রমুখ।উক্ত মাহফিলে দেশ বরেণ্য মুফাসসিরীনে কেরাম গুরুত্ব পূর্ণ তাফসীর পেশ করবেন।
উক্ত মাহফিলে সবার উপস্হিতি ও দোয়া কামনা করেন তাফসীর কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক।
Leave a Reply