সুনামগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের তাহিরপুরে ছিলানী তাহিরপুর বায়তুন নুর জামে মসজিদ ও যুবসমাজের উদ্যোগে ১ম,বার্ষিকী ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৪ফেব্রুয়ারী রবিবার বাদ আসর ছিলানী তাহিরপুর বায়তুন নুর জামে মসজিদের সামনে খোলা মাঠে এই ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়ে পরদিন ভোরে মাহফিলটি শেষ হয়।
ছিলানী তাহিরপুর গ্রামের প্রবীণ মুরব্বি মশ্রব আলী, ইয়াকুব আলী ও আব্দুল ওয়াহাব এর যৌথ সভাপতিত্বে, বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসাবে তাফসির পেশ করেন হযরত মাওলানা শায়েখ ইলিয়াস আমিনী কিশোরগঞ্জ, বিশেষ অতিথি হিসাবে তাফসির পেশ করেন হযরত মাওলানা আলী উসমান যুক্তিবাদী নেত্রকোনা, হযরত মাওলানা ওয়াসিক বিল্লাহ নোমা`নি মোমেনশাহী, এছাড়াও অন্যান্য আমন্ত্রিত উলামায়ে কেরামগনের মধ্যে উপস্থিত ছিলেন লাকমা মহিলা মাদরাসার মুহাদ্দিস মাওলানা নাজমুল হক, দশগাঁও নয়াবন্দ মাদরাসার মুহতামিম, মাওলানা হাম্মাদুর রহমান, ছিলানী তাহিরপুর গ্রামের বাসিন্দা মাওলানা গোলাম কিবরিয়া, ছিলানী তাহিরপুর গ্রামের বাসিন্দা মাওলানা মফিজুর রহমান শিবলী, বিশ্বম্ভপুর হতে আগত মাওলানা কামাল উদ্দিন, তরং জামে মসজিদের ইমাম খতিব মাওলানা ফকর উদ্দিন আহমাদ, গোলকপুর হতে আগত মাওলানা একরামুল হাসান প্রমুখ। এছাড়াও স্থানীয় ইসলামী চিন্তাবিদ তাফসীর পেশ করেন।
Leave a Reply