নিজস্ব প্রতিনিধিঃ
বিশেষ অভিযান চলমান থাকায় ২২.০২.২০২১ রোজ সোমবার আজও মাদক,সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করার লক্ষ্যে অভিযান পরিচালিত হয়। গোয়েন্দা শাখার বিশেষ একটি টীম যশোর বেনাপোল পোর্ট থানা এলাকায় অভিযান পরিচালনা কালে বারোপোতা শিবনাথপুর এলাকা থেকে ৭০০( সাতশত)
পিচ ইয়াবা ট্যাবলেটসহ মোঃ শাহিন হোসেন(৩০) পিতা- মোঃ আহাদ আলী গ্রাম- গোগা জেলেপাড়া থানা- শার্শা জেলা যশোরকে গ্রেফতার করে মাদক নিয়ন্ত্রণ আইনের আওতায় বেনাপোল পোর্ট মামলা দায়ের করা হয়েছে।
এছাড়াও আজ বিকাল ২ঃ৩০ ঘটিকায় বেনাপোল পোর্ট থানাধীন বেনাপোল ফিল্ডের দক্ষিণ পাশে নূরু মোটর সাইকেল গ্যারেজের সামনে থেকে মোঃ রনি ইসলাম (২৪) পিতা* মৃত জয়নাল পাগলা, গ্রাম -দীঘির পাড়,বেনাপোল পোর্ট,যশোরকে ২০( বিশ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এী ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে যার নম্বর -৩৮
Leave a Reply