সংবাদদাতা ঃ
এক টাকায় আহার ফাউন্ডেশন কতৃক ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান পালিত
তন্মধ্যে,
১.খতমে কুরআন
২.আলোচনা সভা
৩.সাধারণ জ্ঞান ও রচনা প্রতিযোগীতা
৪. অসচ্ছল দের মাঝে খাবার বিতরণ
৫. প্রীতি ভলিবল টুর্নামেন্টের, সম্পূর্ণ করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে আমাদের সম্মানিত সভাপতিঃ কায়কোবাদ কাদির
এবং উপদেষ্টাঃ (আক্তারুজ্জামান সানি) আরো উপস্থিত ছিলেন আতাউর রহমান, সাদেক,মহরম আলি,মুরাদ পুলিশ , ফরিদ,দোলাল,হান্নান,জসিম, বোরহান উদ্দিন ভাবন, তাদের অক্লান্তপরিশ্রমের মাধ্যমে আমাদের অনুষ্ঠান সুন্দর ভাবে সম্পূর্ণ হয়।
এক টাকায় আহার ফাউন্ডেশনে যেসব সদস্য উপস্থিত ছিলেন, তন্মধ্যে ওয়াকিল হাসান অপু, মোক্তার হোসেন,বিল্লাল মিয়া,রাকিব মিয়া,রায়হান মিয়া,অাসিফ, হেলাল,রাসেল,আবির,মেহেদি, বৃন্দদের সকল কাজে সাহায্য সহযোগিতা করার জন্য।
এ ফাউন্ডেশন এর প্রোগ্রাম এর জন্য যারা সহযোগিতা করেছেন তাদের কে অনেক অনেক ধন্যবাদ জানান।
Leave a Reply