সাধন সূত্রধর, জেলা প্রতিনিধি মানিকগঞ্জঃ
মানিকগঞ্জ জেলা রেডক্রিসেন্ট সোসাইটির যব ইউনিট এর পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, কার্যকরী কমিটির সদস্য মাহিন আপা, ইউনিট লেভেল অফিসার মিজানুর রহমান জীবন, অফিস সহকারি আজিজুল হক,
যুব প্রধান হাছিবুল হাসান (হাছিব), উপ-যুবপ্রধান (১) শাহ আলম, উপ-যুবপ্রধান (২) মুহাম্মদ মেহেদী হাসান বাবুল,সিনিয়র আর সি ওয়াই আসমা আক্তার, রাজিব হোসেন ও অন্যান্য যুব সদস্য মো: হাসান কাজী, সজিব সাহা (শুভ), কৃষ্ণ সূত্রধর, সুদীপ্ত লাল দাস, দেবব্রত সরকার, সুজন মিয়া, শিশির আহম্মেদ, জুলহাস, নুসরাত জাহান খান, তিস্তা দত্ত, লক্ষ্মী সূত্রধর, সুপ্রিয় জামান, এ্যানি, স্নিগ্ধা দাস, আলিফ আহমেদ সাইফুল, রাসেল, সাইফুর ইসলাম ও রাজ আহমেদ প্রমুখ।
Leave a Reply