চন্দনাইশ প্রতিনিধি
‘চলো উচ্ছাসে নিবিড় বন্ধনে, মিলিত হই বন্ধুর আহবানে’ এই স্লোগানকে সামনে রেখে চন্দনাইশের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কাঞ্চনাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ২০০৪ ব্যাচের মিলন মেলা আনোয়ারা পারকি সমুদ্র বিচে অনুষ্ঠিত হয়েছে।
সকাল থেকে সন্ধ্যা অবধি “একতার টানে, বন্ধুদের পাশে আনে” স্লোগানে আনন্দমুখর পরিবেশে গান পরিবেশন, আড্ডা, কবিতা আবৃত্তি, স্মৃতিচারণ, রাফ্যেল ড্রসহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সফলতা লাভ করে। সাবেক শিক্ষার্থী মো. এনামের সহায়তায় মিলন মেলায় অন্যরকম আনন্দ অনুভূতির সৃষ্টি করে।
মিলন মেলায় উপস্থিত ছিলেন, ব্যাচ প্রতিনিধি মনসুর ও পারভেজ, জসীম, ওসমান, মিনার, মোস্তাফা বাবু, বেলাল, আবচার, ইয়াকুব, ছোটন, রবিন, পেয়ারু, মোজাম্মল, মাহবুব, মুন্না, তৌহিদ, কাসেম, সালাউদ্দিন, শফিক, সেলিম, পাপ্পু, আনিস, রাজন প্রমূখ।
Leave a Reply