নিজস্ব প্রতিনিধি::সিলেটের ওসমানী নগর উপজেলার ৭নং দয়ামীর ইউনিয়নের ঘোষাগাওঁ গ্রামের বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত সকল প্রবাসিদের অংশগ্রহনে গ্রামের শিক্ষা প্রতিষ্ঠান সমূহের উন্নয়ন, গ্রামের হত দরিদ্র মানুষের কল্যাণ তথা সার্বিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখার মহৎ উদ্দেশে ‘‘ঘোষগাওঁ বহুমুখি উন্নয়ন ট্রাষ্ট, প্রবাস ‘‘ নামে একটি ট্রাষ্ট গঠন করা হয়। তার ইংরাজি নাম হবে ‘‘ Goushgown multipurpose development Trust in abroad. সংক্ষেপে GMDTA.
গত ২১শে ফ্রেব্রয়ারী ২০২১ মহান শহীদ দিবস তথা আর্ন্তজাতীক মাতৃভাষা দিবসে প্রবাসের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা গ্রামের প্রবাসিদের অংশগ্রহনে এক ভার্চুয়াল সভা অনুষ্টিত হয়। মোহাম্মদ মুফিদুল গনি মাহতাবের সভাপতিত্বে ও আব্দুল কাইয়ূমের পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্টিত ভার্চুয়াল সভা পরিচালনা করেন সুরমান আালী। এছাড়া বক্তব্য রাখেন সর্বজনাব বদরুল আলম, মোস্তাক আহমদ, আব্দুল আলিম, সায়েস্তা মিয়া, আব্দুল মুকিত (১), আবুল খায়ের মুকুল , আব্দুল মোমিত, আব্দুল মুকিত (২) আব্দুল কাদির , মুজিবুর রহমান, সাইদুর রহমান সহ আরো অনেকে। সকলের অংশগ্রহনকে সুনিশ্চিত করে সর্বসন্মতিক্রমে নিন্মে উল্লেখিত ট্রাষ্টিদের নিয়ে কার্য্য পরিচালনা পরিষদ গঠন করা হয়।
সভাপতি: মোহাম্মদ মুফিদুল গনি মাহতাব, সিনিয়র সহ সভাপতি: বদরুল আলম ,সহ সভাপতি, হারুণ রশিদ ,সহ সভাপতি: আব্দূল কাদির উরপে সায়েস্থা মিয়া, সাধারন সম্পাদক: সুরমান আলী ,সহ সাধারন সম্পাদক : আব্দুল মুকিত (১), সহ সাধারন সম্পাদক: মুজিবুর রহমান ,কোশাধ্যাক্ষ: আব্দুল মুকিত (২)সহ কোশাধ্যাক্ষ: আব্দুল কাইয়ূম (১), সাংগঠনিক সম্পাদক: আব্দুল আলীম, সহ সাংগঠনিক সন্মাদক: আবুল কালাম, স্বাস্থ্য সমাজ কল্যান সম্পাদক: সফিউল গনি মজনু, সহ স্বাস্থ্য সমাজ কল্যাণ সম্পাদক আবুল খায়ের মুকুল, শিক্ষা বিষয়ক সম্পাদক: শাহান খাঁন, প্রচার ও প্রকাশনা সম্পাদক : মোস্তাক আহমদ, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক: আব্দুল কাইয়ূম (ওয়ালসল), আর্ন্তজাতিক সম্পাদক: আমিনূর রহমান , সহ আর্ন্তজাতিক সম্পাদক: রুবেল মিয়া, মহিলা সম্পাদিকা : সেলি রশিদ সদস্য: আব্দুল কাদির সদস্য:আনোয়ার আলী, সদস্য: জুনেদ আহমদ ,সদস্য:আবদুল মোমিত,সদস্য:ছামাদ খাঁন, সদস্য:আবদুল মতিন, সদস্য:আনু মিয়া ,সদস্য হাবিবুর রহমান সোহেল, বদরুল খাঁন ইতালি প্রতিনিধি, শাহিন আহমদ আমেরিকা প্রতিনিধি,আব্দুল হান্নান ডুবাই প্রতিনিধি, সানুর মিয়া সহযোগি ডুবাই প্রতিনিধি ,মাহবুব মিয়া সহযোগি ডুবাই প্রতিনিধি, লোকমান খাঁন সৌদি আরব প্রতিনিধি কামাল আহমদ সহযোগি সৌদিআরব প্রতিনিধি,মিজানুর রহমান সহযোগি সৌদি আরব প্রতিনিধি, আব্দুল ছালাম ওমান প্রতিনিধি,আব্দুল মালেক সুইডেন প্রতিনিধি,আকল আলী লেবানন প্রতিনিধি ।এ ছাড়া উপদেষ্টা হিসাবে আছেন সর্বজনাব আব্দুল্লাহ আজাদ, মন্তাজ আলী, ছুরাব আলী , তৈয়ব আলী প্রমূখ।
Leave a Reply