জুলফিকার আলী ভুট্টো,চকরিয়াঃ
চকরিয়ার ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা ও মানুষের জীবিকার সাথে সামঞ্জস্য রেখে চকরিয়া পৌর কার্যালয়ের সামনে নির্মিত দৃষ্টিনন্দন চিংড়ি ভাস্কর্যের শুভ উদ্বোধন করা হয়েছে।
২৬ ফেব্রুয়ারি (শুক্রবার) বিকেলে নব নির্মিত চিংড়ী চত্বরে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সাংসদ আলহাজ্ব জাফর আলম।
চকরিয়া পৌর মেয়র আলমঙ্গীর চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক চুট্টু, মহিলা ভাইস চেয়ারম্যান জেসি চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাবেক ত্রাণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব নুরুল আবচার।
অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন চকরিয়া চকরিয়া কোরক বিদ্যাপীঠ জামে মসজিদের খতিব মৌলানা নেছারুল হক।
প্রধান অতিথি বলেন, চকরিয়া পৌরসভার অর্থায়নে নির্মিত দৃষ্টিনন্দিত এই ‘চিংড়ি ভাস্কর্যটিতে তিনটি চিংড়ির প্রতিকৃতি স্থান পেয়েছে। এটি চকরিয়ার ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা ও মানুষের জীবিকার সাথে সামঞ্জস্য রেখে নির্মাণ করা হয়েছ।
পৌর মেয়র বলেন, আজ থেকে এই ‘চিংড়ি ভাস্কর্য’টি সবার জন্য উম্মুক্ত থাকবে। পর্যায়ক্রমে পৌর শহরের বিভিন্ন স্থানে আরো কয়েকটি ভাস্কর্য তৈরি করা হবে।
এসময় উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী, চকরিয়া পৌরসভার কাউন্সিলগণ, পৌর কর্মকর্তা-কর্মচারি, মিডিয়া কর্মীসহ বিভিন্ন দর্শনার্থীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply