রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধিঃ
আন্তর্জাতিক নারী দিবসে করোনাকালীন সমাজের ভালো কাজ করায় ১১ নারীকে সন্মাননা দিলো রংপুর জেলা প্রশাসন। সোমবার (৮ মার্চ) সকালে টাউনহলে জেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তর রংপুরের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় এ সন্মাননা প্রদান করা হয়। জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা প্রদান করেন রংপুর বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভূঞা। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্রাচার্য, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল আলীম মাহমুদ, রংপুর জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ছাফিয়া খানম, রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি, জাতীয় মহিলা সংস্থা রংপুরের সভাপতি রোজি রহমান, রংপুর সদর উপজেলা চেয়ারম্যান নাসিমা জামান ববি। পরে নারীকে সমাজ ও দেশের উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত করা ও করোনাকালীন সমাজে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ১১ জন নারীকে সন্মাননা স্মারক প্রদান করা হয়।
Leave a Reply