প্রত্যেকের জন্যই একজন তত্ত্বাবধায়ক রয়েছে ;
সুতরাং মানুষ চিন্তা করুক কি থেকে তাকে সৃষ্টি করা হয়েছে?
তাকে সৃষ্টি করা হয়েছে সবেগে উৎক্ষিপ্ত পানি থেকে যা নির্গত হয় নরের মেরুদণ্ড ও নারীর
বক্ষ পাজরের মধ্য থেকে,
নিশ্চয় তিনি তার প্রত্যাবর্তনে ক্ষমতাবান। যেদিন
গোপন তথ্য পরীক্ষিত হবে সেদিন তার কোন শক্তি থাকবে না এবং সাহায্যকারীও নয়। বৃষ্টি ধারণকারী আকাশের শপথ এবং শপথ
যমীনের, যা বিচরণশীল।
নিশ্চয় কুরআন সত্য ও মিথ্যার মীমাংসাকারী। আর এটা প্রহসন নয়। তারা ভীষণ চক্রান্ত করে এবং আমিও ভীষণ কৌশল করি ; অতএব কাফেরদেরকে কিছুকালের জন্য অবকাশ দিন।
সূরা ত্বারিক- ৮৬ > ৪- ১৭
Leave a Reply