লিয়াকত হোসেন খোকন
বাদশা ছিল রঙিন ছবি।
আকবর কবীর পিন্টু পরিচালিত বাদশা
মুক্তি পেয়েছিল ১৯৭৫ সালের ২৯ আগষ্ট।
চিত্রনাট্য রচনা – আকবর কবীর পিন্টু।
সংলাপ রচয়িতা – আশীষ কুমার লোহ।
সঙ্গীত পরিচালক – আলী হোসেন।
গীতিকার –
কাওসার আহমেদ চৌধুরী
ও
মোহাম্মদ মনিরুজ্জামান।
উল্লেখযোগ্য গান হ’ল –
আরে ও প্রাণের রাজা –
এ গানটির কণ্ঠশিল্পী ছিলেন – উমা চৌধুরী বা উমা খান।
জীবনের একি পরাজয় –
এ গানটির কণ্ঠশিল্পী ছিলেন –
সাইফুল ইসলাম।
কি দিয়ে নেবে আমায় ঘরে।
বাদশা ছবিটি ছিল অ্যাকশন ও রোমান্টিক ধরনের।
বিদেশি একটি ছবির গল্পের কাহিনি অবলম্বনে বাংলাদেশের সামাজিক পটভূমিতে
বাদশা ছবিটি
নির্মিত হয়েছিল।
ছবিতে অভিনয় করেছিলেন –
শাবানা, খসরু, নূতন,
খলিল,
গোলাম মুস্তফা,
নারায়ণ চক্রবর্তী, জাভেদ রহিম,
দরহিমা খাতুন, আহমাদুর রহমান রানু,
টেলি সামাদ।
ছবির প্রযোজক ছিলেন –
আজমল হুদা মিঠু।
Leave a Reply