আর মানুষের মধ্যে যারা বলে, হে আমাদের প্রভু
আমাদের দুনিয়াতে কল্যাণদান কর ও আখেরাতে
ও কল্যাণ দান কর এবং আমাদেরকে আযাব থেকে রক্ষা কর।_সূরা বাকারাহ-২ > ২০১
যারা বলে ; হে আমাদের প্রতিপালক ! নিশ্চয় আমরা ঈমান এনেছি আমাদের পাপগুলি ক্ষমা করে দিন এবং আমাদেরকে আযাব থেকে রক্ষা করুন।_সূরা ইমরান-৩ > ১৬
যারা দাঁড়িয়ে, বসে ও শুয়ে আল্লাহুকে স্মরণ করে
এবং আকাশ ও পৃথিবীর সৃষ্টি সম্পর্কে চিন্তা করে
আর বলে, হে আমাদের প্রভু! আপনি এসব অনর্থক সৃষ্টি করেননি, আপনার জন্যই সকল পবিত্রতা, তাই আযাব থেকে আমাদের রক্ষা করুন।
হে আমাদের প্রভু! আমাদের পাপসমূহ ক্ষমা করে
দাও ; আমাদের দোষক্রটি দুরীভূত করে দাও এবং আমাদের সৎকর্ম পরায়ণ ব্যক্তিদের সহযাত্রী
করে মৃত্যু দান কর।_সূরা ইমরান- ৩ > ১৯১- ১৯৩
হে দয়াময় আল্লাহু!আপনি আমাদের পাপ মার্জনা করুন ; আমাদের ক্ষমা করুন ; আমাদের প্রতি অনুগ্রহ করুন। আপনি আমাদের অভিভাবক।
সূরা বাকারাহ- ২ > ২৮৬
Leave a Reply