মো: সাজ্জাত হোসেন, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার কালীগঞ্জ পৌরসভা ও বক্তারপুর ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৬ই এপ্রিল) কালীগঞ্জ পৌর এলাকায় এবং বক্তারপুর ইউনিয়নে বিকাল ৪টা থেকে ৫টা ৫৩ মিনিট পর্যন্ত কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আক্তার মোবাইল কোর্ট পরিচালনা করেছেন। এ সময় অধিকাংশ দোকান (ঔষধ ও খাদ্যদ্রব্য ব্যতীত) বন্ধ পাওয়া যায়। পাশাপাশি জসাধারনের অহেতুক ঘোরাঘুরি, আড্ডা হতে বিরত হওয়ার জন্য অনুরোধ করা হয়।
কিন্তু মাস্ক পরিধান না করা, সরকারি নির্দেশনা অমান্য করার অপরাধে ৩ জন ব্যক্তিকে সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইন- ২০১৮ এর আওতায় ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
ছবির ক্যাপসনঃ কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আক্তার মোবাইল কোর্ট পরিচালনা করছেন।
Leave a Reply