মোঃ রিয়াজ হোসেন পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালী সদর উপজেলা পরিষদের আয়োজনে প্রধানমন্ত্রীর উপহার শিশু খাদ্য বিতরণ করা হয়। বুধবার ১১ টায় পটুয়াখালী সদর উপজেলা পরিষদের আয়োজনে প্রায় ১০০ জন অসহায় হতদরিদ্র শিশু পরিবারের মধ্যে শিশু খাদ্য বিতরন করা হয় । শিশু খাদ্যের মধ্যে ছিল খেজুর,চিনি,বিস্কুট, সুজি,মুসুরী ডাল,ফুটিকা জুস,তৈল, চাল,মুড়ি ও পানি বিশুদ্ধ করন ট্যাবলেট। এ সময় পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী অফিসার লতিফা জান্নাতীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাডঃ গোলাম সরোয়ার। এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকতা মার্জিন আরা মুক্তা, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ মোঃ সোহেল,মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা হোসেন মিকি, পটুয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জালাল আহম্মেদ ও পিআইও মোঃ রফিকুল ইসলামসহ অন্যান্য লোকজন।