সাংবাদিক রোজিনা ইসলামকে আটকে রেখে মানসিক ও শারীরিক নির্যাতনের বিচার ও তার জামিনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁনের সঙ্গে দেখা করেছেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন। আজ মঙ্গলবার (১৮ মে) দুপুরে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে সচিবালয়ে যান।
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে গণমাধ্যমকর্মীদের তিনি জানান, সাংবাদিক রোজিনা ইসলামকে শারীরিক তল্লাশির নামে হেনস্তা করা হয়েছে। আমরা অবিলম্বে তার মুক্তি চাই। তিনি এমন কিছু করেননি, যে কারণে তিনি জামিন পাবেন না। তাকে জামিন দিতে হবে। এ সময় ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি আরও বলেন, রোজিনা ইসলামের ওপর আঘাত মানেই সাংবাদিকদের ওপর আঘাত। আমরা তার জামিন চেয়েছি। তথ্যমন্ত্রীর সঙ্গেও এ বিষয়ে কথা হয়েছে। তিনি বিষয়টি সুন্দরভাবে সমাধান করতে চান বলে জানিয়েছেন।
Leave a Reply