পুনম শাহরীয়ার ঋতু, গাজীপুরঃ
অফিশিয়াল সিক্রেট অ্যাক্টে দায়ের করা মামলায় প্রথম আলো সাংবাদিক রোজিনা ইসলামকে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার পাঠানো হয়েছে। মঙ্গলবার দুপুর পৌনে তিনটায়
প্রিজন ভ্যানে করে তাকে কারাগারে আনা হয়। এ সময় কারাফটকে রোজিনা ইসলামের স্বামী মনিরুল ইসলাম মিঠু,বোন সাবিনা আক্তারসহ স্বজনরা উপস্থিত ছিলেন। রোজিনার শারীরিক অবস্থা ভালো নয় জানিয়ে স্বামী মনিরুল ইসলাম মিঠু বলেন,সিএমএইচ আদালতে তার সঙ্গে সর্বশেষ কথা হয়েছে। কারা কর্তৃপক্ষ তার স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা নিচ্ছে বলে তিনি জানান। সোমবার পেশাগত দায়িত্ব পালনকারে স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঁচ ঘণ্টা আটকে রেখে হেনস্তা করা হয় রোজিনাকে। পরে তার বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা দায়ের পর মঙ্গলবার আদালতে পাঠানো হয়। আদালত পাঁচদিনের রিমান্ড আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নিদের্শ দেন।
Leave a Reply