আব্দুল জাহির মিয়া চুনারুঘাট প্রতিনিধিঃ
১৮ মে রাতে গোপন সংবাদের চুনারুঘাট উপজেলার ৭নং উবাহাটা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের উবাহাটা গ্রামের নতুন ব্রীজ হইত পশ্চিমে ঢাকা সিলেট গামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মোঃ সেলিম হোসেন (৩২),পিতা-হান্নান মিয়া,গ্রাম -মানাইর,থানা-সদরপুর, জেলা-ফরিদপুর,বর্তমান
ঠিকানা গ্রাম আলমপুর থানা-দক্ষিণ সুরমা এসএমপি সিলেট।রুবেল মিয়া (২৪),পিতা- আলাউদ্দিন,সাং- মনপুর, থানা- মাধবপুর জেলা-
হবিগঞ্জ।
১৮ মে রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯,সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল মেজর সৌরভ মোঃ অসীম শাতিল এবং সিনিঃএএসপি এ,কে,এম কামরুজ্জামান নেতৃত্বে অভিযান পরিচালনা করে।
এসময় ৪১ কেজি গাঁজা,১টি পিকআপ গাড়ী,ও ১টি মোটর সাইকেল জব্দসহ পেশাদার মাদক গ্রেফতার করে র্যাব।
আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে র্যাব মাদক আইনে মামলা দায়ের করে আসামীদেরকে চুনারুঘাট থানায় হস্তান্তর করেছে।
Leave a Reply