স্বীকৃতি বিশ্বাস
অভয়নগর যশোর
জাতীয় দৈনিক পত্রিকা “প্রথম আলো”- এর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও নির্যাতনকারীদের বিচারের দাবীতে ১৯ মে-২০২১ রোজ বুধবার ১২ঃ০০ ঘটিকার সময় নওয়াপাড়া প্রেসক্লাব,অভয়নগর,যশোরের সামনে যশোর- খুলনা মহাসড়কে এক ঘন্টা ব্যাপি মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধন কর্মসূচিতে ব্যক্তব্য রাখেন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জনাব নজরুল ইসলাম মল্লিক, সাধারণ সম্পাদক মোজাফফর আহমেদ, কোষাদক্ষ মফিজুর রহমানসহ আরও অনেক।
এসময় আরো উপস্থিত ছিলেন উপদেষ্টা সুনীল দাস,এসএম আবিদ হাসান, দপ্তর সম্পাদক শাহীন আহমেদ, ক্রীড়া সম্পাদক এমএম আলাউদ্দিন, আইসিটি সম্পাদক তারিম আহমেদ ইমনসহ প্রেসক্লাবের সকল সদস্য এবং বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকার সাংবাদিকবৃন্দ
বক্তরা বলেন, আগামী ৪৮ ঘন্টার মধ্যে সাংবাদিক রোজিনা ইসলামকে নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং তার উপর নির্যাতনকারীদের আইনের আওতায় এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতেই হবে।অন্যথায় সারাদেশে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।