ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
নরসিংদীর মাধবদী থানাদীন আনন্দী কড়ই তলা গ্রামে ঈদের দিন ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ১জন নিহতের ঘটনা ঘটেছে। মাধবদী থানায় মামলার প্রেক্ষিতে জানাযায়, গত ১৪মে শুক্রবার ঈদের দিন ক্রিকেট খেলতে যায় ছোট গদাইরচর গ্রামের আলা উদ্দিন লেদুর ছেলে অপু (১৫)। খেলার এক পর্যায়ে পানি খাওয়া নিয়ে তাদের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়। ঝগড়ার এক পর্যায়ে ক্রিকেট খেলার ষ্ট্যাম্প দিয়ে অপুকে বেধড়ক মারপিট করে রক্তাক্ত জখম করে। তার ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রথমে মাধবদী প্রাইম জেনারেল হাসপাতালে ও অবস্থার অবনতি হলে ধানমন্ডি জেনারেল এন্ড কিডনি হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার ১দিন পর ১৬ তারিখে অপু মৃত্যুর সাথে পাঞ্জালরে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অপুর পিতা বাদী হয়ে আনন্দী গ্রামের জাকির মিয়ার ছেলে রানা মিয়া(২৫), সোয়াদের ছেলে জাকির হোসেন (২৬), রমিজ উদ্দিনের ছেলে বিজয়(২৭), সালামের ছেলে রাতুল(২৫), পিতা অজ্ঞাত শাহিন(২৬) সহ ৬/৭ জনের নামে মাধবদী থানায় একটি মামলা দায়ের করে। মাধবদী থানার ইনস্পেক্টর (তদন্ত) তানভীর আহম্মেদ জানান সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে জাকির মিয়ার ছেলে তুহিনকে আটক করেছি।
Leave a Reply