এইচ এম বাশার
পিরোজপুর ( ইন্দুরকানী )প্রতিনিধিঃ
দৈনিক প্রথম আলোর জৈষ্ঠ্য প্রতিবেদক সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবের কক্ষে আটকে রেখে হেনস্তা ও তার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে ইন্দুরকানী প্রেসক্লাবের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১0টায় প্রেসক্লাব মিলনায়তনে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় চলাকালে বক্তব্য রাখেন,প্রেসক্লাব ও মস ফল সাংবাদিকবৃন্দ
এসময় বক্তারা বলেন, সাংবাদিক রোজিনাকে অন্যায়ভাবে আটকে রেখে নির্যাতনকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তি ও তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে অবিলম্বে নি:শর্ত মুক্তির দাবী জানায় সাংবাদিক নেতৃবৃন্দরা। অন্যথ্যায় বৃহত্তর আন্দোলন কর্মসুচি ঘোষণা করা হবে।