পলাশ (নরসিংদী) থেকে নাসিম আজাদঃপলাশ উপজেলায় যতগুলো ইউনিয়ন রয়েছে, তার মধ্যে গজারিয়া ইউনিয়নকে অগ্রাধিকারের ভিত্তিতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হবে। আপনাদের প্রতি অনুরোধ রইল, সকল দুঃখ কষ্ট ভুলে গিয়ে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মার্কা, মুক্তি যুদ্ধ ও স্বাধীনতার বিজয়ের মার্কায় ভোট দিয়ে বিজয় সুনিশ্চিত করবেন।
নরসিংদীর পলাশে গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত নোয়াকান্দা বাজারে ঈদ পুর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন, উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।
২১ মে সন্ধ্যা ৭ টায় আয়োজিত অনুষ্ঠান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার। ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান চেয়ারম্যান বদরুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এস এম আলমগীরের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, হিরন মিয়া, লোটন চৌধুরী, ফিরোজ মিয়া ও ফারুক প্রমুখ।
Leave a Reply