কে এম রায়হান:: ফিলিস্তিনে মুসলমানদের উপর নির্মম গণহত্যার প্রতিবাদে স্হানীয় দয়ামীর বাজারে এক মিছিল ও প্রতিবাদ সভা রাহমানীয়া তালীমুল কোরআন মাদ্রাসার প্রিন্সিপা মাওঃ কে এম রায়হানের সভাপতিত্বে অনুষ্টীত হয়।
হাফিজ মোঃ সাইম এর পরিচালায় বাদ জুমা মিছিল ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন,দয়ামীর বাজার জামে মসজিদের ইমাম ও খতিব হাঃ মাওঃ মখদ্দুছ আলী,আতাউল্ল্যাহ জামে মসজিদের ইমাম ও খতীব মাওঃ শাফিউল হক্ব,বিশিষ্ট রাজনীতিবিদ মোঃ ফারুক মিয়া,মকবুল হুসাইন,মাওঃ আব্দুস সালাম,রুম্মান আহমদ নোমান,মোঃ তোফায়েল এহছান,সুমন আহমদ,মিলাদ মিয়া,কাজী সামাদ,সাব্বির আহমদ,নাজমুল ইসলাম প্রমুখ।সভায় বক্তারা ফিলিস্তিনের প্রতি সমবেদনা জানিয়ে সকল ইসরায়েলি পন্য বয়কট করার আহবান জানান।এবং ফিলিস্তিনি তহবিলে আর্থিক সহায়তা দিয়ে সহযোগিতার হাত বাড়ানোর অনুরোধ জানিয়েছেন।
Leave a Reply