পুনম শাহরীয়ার ঋতু, গাজীপুরঃ
কোনাবাড়ি থানার আমবাগ মিতালী ক্লাব এলাকায় শুক্রবার সকালে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে এলাকার ৩টি ঝুটগুদামের মালামাল আগুনে পুড়ে যায়। খবর পেয়ে গাজীপুর ও কাশিমপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এসে প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুড়ে ঝুট ও সকল মালামাল পুড়ে ব্যবসায়ীদের প্রায় ৭০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে গুদাম মালিকরা জানান।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, ওই এলাকায় ওই দিন সকালে ঝুট ব্যবসায়ী উľলের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা মুহূর্তে পাশের সাইজ উদ্দিন ও মুক্তারের গুদামে ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা চালায়। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে জয়দেবপুর ও কাশিমপুর মিনিফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রেণে আনেন।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার তাশারফ হোসেন জানান, জয়দেবপুরের দুইটি ও কাশিমপুরের মিনি ফায়ার সার্ভিসের এক ইউনিটের সকাল কর্মীরা সকাল থেকে প্রায় এ ঘন্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এই মুহূর্তে সঠিক ভাবে বলা যাবে না। তবে ধারণা করা যাচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হতে পারে।
Leave a Reply