পলাশ (নরসিংদী) থেকে নাসিম আজাদঃ
জলাতঙ্ক একটি ভয়ংকর মরণব্যাধি, এরোগে মৃত্যুর হার শতভাগ। পৃথিবীর কোথাও না কোথাও প্রতি ১০ মিনিটে একজন এবং প্রতি বছরে প্রায় ৫৯ হাজার মানুষ জলাতঙ্ক রোগে মারা যায়। জলাতঙ্ক রোগ মুলত কুকুরের কামড় বা আঁচড়ের মাধ্যমে ছড়ায়। এছাড়াও বিড়াল, শিয়াল,বেজী,বানরের কামড় বা আঁচড়ের মাধ্যমেও এ রোগ হতে পারে।
বাংলাদেশ থেকে মরণব্যধি জলাতঙ্ক রোগ ২০২৩ সালের মধ্যে নির্মুলের লক্ষ্যে ব্যাপকহারে কুকুরের টিকাদান কার্যক্রম শুরু করা হচ্ছে।
২০ মে বৃহস্পতিবার নরসিংদীর পলাশে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সন্মেলন কক্ষে উক্ত কার্যক্রের উপর একটি অবহিকরণ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোহাম্মদ সাদেকুর রহমান আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ সফিকুল আলম ও জিনারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম গাজী।
মেডিকেল অফিসার ডাঃ নিয়াজ মোর্শেদের সঞ্চালনায় মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার ভেটেরিনারি অফিসার ডাঃ মোহাম্মদ ফেরদৌস রহমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদার ও মো.সোহরাব আবদুর কবির প্রমুখ।
Leave a Reply