মুহাম্মদ কাইসার হামিদ, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী কাচারি বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির নির্বাচনে ব্যবসায়ীদের সরাসরি ভোটে মো. লিটন মিয়া সভাপতি ও মো. মস্তু মিয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।
শনিবার (২২ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয় । নির্বাচনে সভাপতি পদে ৩ জন এবং সাধারণ সম্পাদক পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে।
নির্বাচনে ১৭৮ ভোটের মধ্যে সভাপতি পদে মো. লিটন মিয়া (হরিণ) প্রতীক নিয়ে ৭৮ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. শাহানুর রহমান (আনারস) প্রতীক নিয়ে পেয়েছেন ৫৮ ভোট এবং মোঃ আকরাম হোসেন (ছাতা) প্রতীক নিয়ে পেয়েছেন ৫০ ভোট।
সাধারণ সম্পাদক পদে মো. মস্তু মিয়া (ফুটবল) প্রতীক নিয়ে ৯৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আব্দুল্লাহ (মোরগ) প্রতীক নিয়ে পেয়েছেন ৯৩ ভোট। এছাড়া মো. আব্দুর রহিম সাংগঠনিক সম্পাদ ও মো. সালাউদ্দিন কোষাদক্ষ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে ছয়সূতী কাচারি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. মুছা মিয়া প্রধান নির্বাচন কমিশনার এবং মো. মিলন মিয়া প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে মো. রইছ মিয়া দায়িত্ব পালন করেছেন। এছাড়া পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. শাহ্ আলম, ফেরদৌস মিয়া, ইকবাল আহমেদ, মো. এনামুল হক ভেন্ডার ও মো. আল আমিন।
নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে অনুষ্ঠানের জন্য কুলিয়ারচর থানা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিকভাবে সহযোগিতা করে। নির্বাচন অবলোকন করতে বিভিন্ন পর্যায়ের জনতার উপস্থিতি ছিল চোখে পড়ার মত।
Leave a Reply