নিজস্ব প্রতিনিধিঃ
মহামারী করোনার দ্বিতীয় ঢেউ ডেল্টার আঘাতের ক্ষত শুকাতে না শুকাতে নতুন করে শুরু হয়েছে তৃতীয় ঢেউ। করোনার ভ্যারিয়েন্ট অমিক্রন ডেল্টার চেয়ে অধিক সংক্রমণশালী।ফলে সুপার পাওয়ার নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের ন্যায় বাংলাদেশের সীমান্তবর্তী যশোর জেলায়ও বিদ্যুতের গতিতে ছড়িয়ে পড়েছে।
যশোর সিভিল সার্জন অফিস সুত্র জানা যায় ,গত ২৪ ঘন্টায় ৩শ ৫৪ জনের পরীক্ষা করা হয়।নমুনা পরীক্ষায় ১২৯ জনের শরীরে করোনার সংক্রমণ পরিলক্ষিত হয়। এ নিয়ে জেলায় এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হলেন ২২ হাজার ৫ শ ২৫ জন এবং আক্রান্তের হার ৩৬ দশমিক ৪৪ শতাংশ।
এর আগের দিন ৯৫ জন করোনায় আক্রান্ত হয়েছিলেন। ওই দিন আক্রান্তের হার ছিল ৩৫ দশমিক ৪৪ শতাংশ। করোনার উর্দ্ধগতি অব্যহতি রয়েছে।
করোনা প্রতিরোধে গঠিত জেলা কমিটির সদস্য সচিব সিভিল সার্জন ডাঃ বিপ্লব কান্তি বিশ্বাস জানিয়েছেন, করোনা পরিস্থিতির উর্দ্ধগতি অব্যাহত রয়েছে।এ অবস্থায় করোনা প্রতিরোধে টীকাকরণসহ সবাইকে মাস্ক ব্যবহার সহ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বলা হচ্ছে এবং জেলা প্রশাসন থেকে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে।
Leave a Reply