মুবিনুলহুদা চৌধুরী সোহাইল, জেলা প্রতিনিধি, কক্সবাজার।
কক্সবাজারের পেকুয়া সদর উপজেলার
৯ নম্বর ওয়ার্ডে, নন্দির পাড়ার আগে নূইন্ন্যামুইন্ন্যা ব্রিজ এর পশ্চিম পাশে বিলের মাঝে, একজন নারী তরুনীর লাশ উদ্ধার করেছে পেকুয়া থানার পুলিশ ,আজ ২৫ জানুয়ারী ২০২২ইং সকাল আনুমানিক ৬;৪০ মিনিটের সময় মানুষ যাতায়াতের পথে বিলের মাঝে লাশটা কে দেখা যায়,তারপর স্থানীয় মেম্বার এর সাথে যোগাযোগ করে লোকজন জড়ো হয়। মহিলাটির নাম ও ঠিকানা এখনো জানা যায়নি
Leave a Reply