মুহাম্মদ কাইসার হামিদ ঃ
জাতীয় দৈনিক প্রতিদিনের সংবাদ ও ৭১ বাংলা টিভি’র ভৈরব প্রতিনিধি মো. মিজানুর রহমান পাটোয়ারী সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন।
জানা যায়, রোববার (২৩ জানুয়ারি) সকাল ১১ টার দিকে তার পেশাগত দ্বায়িত্ব পালনে সংবাদ সংগ্রহ করতে কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার শিমুলকান্দি ও শ্রীনগরে যাওয়ার পথে কালিপুর স্বপ্নপুরী কফি হাউজ সংলগ্ন পৌঁছা মাত্র একটি ইজিবাইক তার মোটরসাইকেলটি ওভারটেক করতে গিয়ে পিছন থেকে ধাক্কা দেয়। ধাক্কায় সাংবাদিক মো. মিজানুর রহমান পাটোয়ারী রাস্তায় পড়ে গিয়ে কপালে, হাতে প্রচন্ড ব্যথা পায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ভৈরবের আল-শেফা জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। পরে কর্তব্যরত চিকিৎসক আরো উন্নত চিকিৎসার জন্য তাকে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেন। সাংবাদিক মিজানুর রহমান পাটোয়ারী জানান, তার বা হাতের হাঁড় ভেঙে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। তার সুস্থতা কামনায় তিনি সকলের নিকট দোয়া কামনা করেন।
Leave a Reply