ভুক্তভোগী আহত বৃদ্ধের ছেলে আজ কয়েকদফা ফোন করে কান্নাকাটি করে আমাকে জানান, স্যার সাংবাদিকরা নিউজ করতে একেকজন ৫০০০ টাকা করে চায়, এত টাকা দেয়ার সামর্থ্য না থাকায় আমার নিউজটি কেউ করেনি!
খুব লজ্জা পেলাম ভুক্তভোগীর এমন অভিযোগ শুনে। একদা সাংবাদিকতা কত মহান আর পবিত্র একটি পেশার নাম ছিল!
গত ২৩/০১/২০২২ ইং সকাল ৯টার দিকে, জায়গাজমি সংক্রান্ত বিষয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে, ছালেম হাজি (৭০) নামক এক বৃদ্ধকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেছে একই এলাকার জেবল হক ও তার ছেলে আলামিন।
ঘটনাটি ঘটেছে ভোলার বোরহানউদ্দিন উপজেলাধীন, বড়মানিকা ৫নং ওয়ার্ডে। বৃদ্ধ ছালেম মুমূর্ষু অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। অপরদিকে হামলাকারী জেবল হক ও তার ছেলে আলামিন পলাতক রয়েছে। এ বিষয়ে বোরহানউদ্দিন থানায় মামলা হয়েছে।
Leave a Reply