রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধিঃ।
বন্ধু সবাই আমরা ৯১’ এর সার্বিক ব্যবস্থাপনায় অদ্য ২৮/১/২০২২ ইং রোজ শুক্রবার বিকালে ৪ঃ০০ ঘটিকায় দরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কবি তাপস মাহমুদ এর কাব্যগ্রন্থ ‘কেউ একজন কাঁদছে’ এবং ‘অনুভূতির অন্তরালে’ এর মোড়কউন্মোচন উপলক্ষ্যে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি-পিতা শেকড় সন্ধানী লেখক আবুল কাশেম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করেন মহুবর রহমান পার্টিক্যাল মিলস এর ব্যবস্থাপনা পরিচালক ও হারাগাছ সরকারি কলেজের সাবেক সভাপতি এ. এইচ.এম. রেজওয়ানুল করিম টুনু ও প্রকাশক সাকিল মাসুদ।গ্রন্থ আলোচনা করেন বিশিষ্ট ইতিহাস গবেষক রেজাউল করিম মুকুল, বৈশাখী টিভি রংপুর প্রতিনিধি আফতাব হোসেন, বিশিষ্ট কথাসাহিত্যিক ও অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদের সভাপতি রানা মাসুদ, বিশিষ্ট ছড়াকার অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদের সাধারণ সম্পাদক সাঈদ সাহেদুল ও ছড়াকার হাই হাফিজ। বক্তব্য রাখেন মহিবুর রহমান মুকুল, হাসনাইন রাব্বি, সাজ্জাদ হোসেন সুইট, আহসান হাবীব হিরু, আফজাল হোসেন, অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্য সচিব আবুল হাসানাত লাভলু,হারাগাছ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ কবিও সাংবাদিক রিয়াজুল হক সাগর। সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাইয়ামা রতন ও হারাগাছ সাহিত্য সংসদ সম্পাদক ময়নুল ইসলাম।
Leave a Reply