লাল সবুজের দেশ ঃ
আমার নাম হাফেজা তানিয়া আক্তার তন্নী।আমরা দুই বোন।আমাদের বাড়ি কুমিল্লা।আমাদের আব্বু আম্মু বেঁচে নাই
।আমার ছোটবোন হাফেজি পরে ২৬ পারায়।
আজ পর্যন্ত কারো কাছে কিছু চাইনি।আজ আপনাদের কাছে না চেয়ে পারছি না।আমার ছোট বোনের হার্টের একটি ভাল্প নষ্ট হয়ে গেছে।
ডাক্তার বলছেন জরুরী অপারেশন করাতে না পারলে ওকে বাঁচানো যাবে না।অনেক টাকার দরকার।আমরা এতিম আমাদের সামর্থ্য নাই যে এতো টাকা দিয়ে অপারেশন করানোর।
তাই সন্মানিত মোহতারাম আপনাদের সবার কাছে সাহায্যের জন্য আবেদন করছি।আপনারা সবাই যদি একটু সাহায্য করেন আমার বোনটির অপারেশন করাতে পারবো ও আবার মাদ্রাসায় যেতে পারবে।
এই এতিমের উপরে সবাই একটু দয়া করেন।আমাদের কেউ নাই।আমার বোনটি মৃত্যু যন্ত্রনায় ছটফট করছে যারা আল্লাহর কুরআনকে ভালোবাসেন দ্বিনকে ভালোবাসেন তারা একটু দয়া করেন।.
আপনাদের যার যা সামর্থ্য হয় সামর্থ্য অনুযায়ী একটু সাহায্য করুন।সবার কাছে আকুতি করে বলছি একটু সাহায্যের জন্য অনুরোধ জানাচ্ছি।দয়াকরে সবাই সবার সামর্থ্য অনুযায়ী একটু সাহায্য করুন।এই এতিমদের দিকে একটু দয়া করুন।..
আমাদের বাড়ির ঠিকানাঃ।
জেলা-কুমিল্লা
থানাঃ মুরাদনগর
গ্রাম-জগৎপুর
পোস্ট-জগৎপুর বাজার
পিতা- মৃত শাজাহান হুজুর
হাসপাতালের ঠিকানা- কুমিল্লা শিশু হাসপাতাল।৪র্থ তলায় ২১নাম্বার বেড।ফাতেমা নামে ভর্তি আছে।
সাহায্য পাঠানোর মাধ্যম,
#বিকাশ পার্সোনাল — 01873432926
#নগদ পার্সোনাল — 01873432926
যা পারেন ১০/২০/৩০/৫০/১০০ প্লিজ
আপনার শেয়ার করার কারনে হয়তো অনেক বড় দানশীল ব্যক্তির সন্ধান পাওয়া যেতে পারে।অনুগ্রহ করে একটু শেয়ার করুন।.
#help
Leave a Reply