নিজস্ব প্রতিনিধিঃ
যশোর জেলার অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর উপজেলার আশিটির অধিক গ্রামে বসবাসরত মানুষের বসতবাড়ির চারিপাশে এখনও পানিতে নিমজ্জিত থাকায় তীব্র শীতে অতিকষ্টে জীবন অতিবাহিত করছে জলাবদ্ধ এলাকার লক্ষাধিক মানুষ ।এক দিকে জলাবদ্ধতার কারণে পানি বাহিত রোগ অন্যদিকে ঠান্ডা জনিত কারণে ঘরে ঘরে সর্দি,কশি,নিউমোনিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা নেহাৎ কম নয়।
আর তাই জলাবদ্ধ এলাকার জনগণের ঠান্ডা জনিত কষ্ট লাঘবের জন্য আজ ১ ফেব্রুয়ারি( মঙ্গলবার) মৈত্রী ভলান্টিয়ার্স মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নের পোড়াডাঙ্গা এফতাদিয়া মাদ্রাসা মাদ্রাসা মাঠে শীতবস্ত্র বিতরণ করেন।
শীত বস্ত্র বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন মৈত্রী ভলান্টিয়ার্সের সভাপতি এডঃ মাহমুদ হাসান বুলু, সদস্য হারুন অর রশীদ, তৌহিদ জামান, শেখ আলাউদ্দিন, দীপ কামাল, মঞ্জুরুল আলম, বাবলু হাফিজ ও সাচ্চু। স্থানীয় ভবদহ পানি নিষ্কাসন কমিটির নেতা হামিদ গাজী, ও রাজুসহ আরও অনেকে।
উক্ত অনুষ্ঠানে ডাঙ্গামহিষদিয়া, আড়শিংগাড়ি পাড়িয়ালা, পোড়াডাঙ্গা গ্রামের জলাবদ্ধ এলাকার ১৪০ পরিবারের নারীদের মাঝে শীতবস্ত্র( কম্বল)বিতরণ করা হয়েছে ।
এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন যাবত দুর্যোগ মোকাবেলায় ও সুবিধা বঞ্চিত মানুষের সেবায় মৈত্রী ভলান্টিয়ার্স কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় বিভিন্ন সময় মৈত্রী ভলান্টিয়ার্স সুবিধাবঞ্চিত শিশুদের লেখাপড়ার জন্য বই খাতা,বিভিন্ন উৎসবে পোশাক বিতরণ, করোনাকালে অক্সিজেন সেবা ও খাদ্য সহায়তার সাথে শীত মৌসুমে সামর্থ্য অনুযায়ী গরম কাপড় বিতরণের কাজ অব্যাহত রয়েছে। তাদের এ সেবামূলক কার্যক্রম অদূর ভবিষ্যতেও চলমান থাকবে বলে বক্তারা প্রত্যয় ব্যক্ত করেন ।
Leave a Reply