লাল সবুজের দেশ রিপোর্ট ঃ
ঢাকা, বুধবার, ২ ফেব্রুয়ারি, ২০২২: ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রকাশিত সাপ্তাহিক তিতাস পত্রিকার সম্পাদক ও প্রকাশক, বিশিষ্ট সাংবাদিক রেজাউল করিম বুধবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার জোহরবাদ জানাযা শেষে তাঁকে দাফন করা হবে বলে নিশ্চিত করেছেন বিএমএসএফ জাতীয় পরিষদ সদস্য আমিনুল ইসলাম আহাদ।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকাতর্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম- বিএমএসএফ।
এক শোক বিবৃতিতে বিএমএসএফ’র জাতীয় পরিষদের প্রধান সমন্বয়কারী আহমেদ আবু জাফর বলেন, তাঁর মৃত্যুতে ব্রাক্ষণবাড়িয়ার সাংবাদিকরা একজন অভিভাবককে হারালেন। জ্ঞানদীপ্ত, সদালাপী, সাহসী, সাংবাদিক এবং সাংবাদিকদের ১৪ দফা দাবি আদায়ের একনিষ্ঠ অনুসারী মরহুম রেজাউল করিমের রুহের মাগফেরাত কামনায় তিনি সকলের নিকট দোয়া কামনা করেন।
মৃতকালে স্ত্রী দুই ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
Leave a Reply