এইচ এম বাসাৱ ইন্দুরকানী(পিরোজপুর)প্রতিনিধি :
পিরোজপুরের ইন্দুরকানীতে সরকারী জমি দখল করে নির্মানাধীন অবৈধ স্থাপনা
উচ্ছেদ করা হয়েছে । বুধবার উপজেলার ইন্দুরকানী বাজার সংলগ্ন রাস্তা ও খাল দখল করে
নির্মানাধীন ভবনের স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন । উচ্ছেদ অভিযান
থেকে জানা যায়, উপজেলা কালাইয়া গ্রামের সূর্য কান্তির ছেলে দুলাল বৈদ্য
সরকারী জামি দখল করে বহুতল ভবন নির্মান কাজ শুরু করেন । সেই ভবনটি সড়ক
জনপথে রাস্তা ও খালের জমি দখল করে ফাউন্ডেশন দিয়ে স্থাপনা নির্মান করেন ।
বিষয়টি উপজেলার প্রশাসনের নজরে আসলে উপজেলা নির্বাহী অফিসার
লুৎফুন্নেসা খানম ও সহকারী কমিশনার (ভূমি) মৌসুমি নাসরিন নেতৃত্বে
বিশেষ অভিযান চালিয়ে স্থাপনা ভেঙ্গে ফেলা হয় । অভিযানের সময় উপস্থিত ছিলেন
ইউনিয়ন ভূমি কর্মকর্তা এমিলি খানম, ভূমি পেশকার জাহিদুল
ইসলাম,সাওকায়াত হোসেন লিপু ও সার্ভেয়ার এমদাদ হোসেন । উপজেলা নির্বাহী
অফিসার লুৎফুন্নেসা খানম জানান,ভবনটি সড়ক জনপথের রাস্তা ও খালের জমি দখল
করে যে স্থাপনা নির্মান করতেছিলেন। জমিটি সার্ভেয়ার দিয়ে পরিমাপ করে
সরকারী জমিতে অবৈধ স্থাপনা ভেঙ্গে দেওয়া হয়েছে ।
Leave a Reply