মামুন সৌদি থেকে ঃ
আজ ০৫/০৪/২০২২ইং তারিখে সৌদি আরবের আল-খোবার এলাকার আবুহাদরিয়া রোডে একটি সড়ক দুর্ঘটনায় তিনজন বাংলাদেশী কর্মী ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। রোড একসিডেন্ট জনিত মামলায় আল-খোবার হাইওয়ে ট্রাফিক অফিসে রেজিস্টার্ড করা হয়েছে।জানা যায় কর্মীরা মেসার্স ইয়ামামা কোম্পানীতে কর্মরত ছিলেন।মৃত দেহ দ্রুত বাংলাদেশে প্রেরণের জন্য বাংলাদেশ দুতাবাস শ্রমউইং হতে মৃত ব্যক্তিদের নিয়োগকর্তা কোম্পানির সাথে যোগাযোগ অব্যাহত রেখেছেন।
মৃত ব্যক্তিদের পরিচয়ঃ
১- বাবুল মিয়া
পিতা-আশ্রাব আলী
পাসপোর্ট নং – EF0986608,
আকামা নং-2099781847.
২- রাজু মিয়া
পিতা-আব্দুল হালিম
পাসপোর্ট নং – BX0554612.
আকামা নং–2370965978.
৩- নয়ন সর্দার
পিতা-নুর আলম
আকামা নং–2370963528.
পাসপোর্ট নং—————-
Leave a Reply