সংবাদ দাতা ঃ
১৯৮৭ সালে প্রতিষ্ঠিত প্রাচীন সামাজিক সংগঠন “ফেঞ্চুগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, সিলেট। সংগঠনটির কার্যক্রম গতিশীল করার লক্ষে
গত ১৩-০৫-২০২২ ইং তারিখে পূূর্ব নির্ধারিত এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।সভায় উপস্থিত সকল নেতৃবৃন্দের মতামত এবং পরামর্শের ভিত্তিতে আগামী ৬ মাসের জন্য (অন্তর্ভর্তিকালীন) একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এডভোকেট আব্দুল ওয়াদুদ আহবায়ক ও
সদস্য সচিবঃ-এম.এস.হক
সদস্যঃ- এডভোকেট মোঃ কামরুল হাসান
সদস্যঃ ইন্জিনিয়ার ময়নূল ইসলাম চৌধুরী
সদস্যঃ-সৈয়দ তায়েফুজ্জামান
সদস্যঃ-নাছরু আহমদ চৌধুরী কে সদস্য করে আহবায়ক কমিটি গঠন করা হয়। সিলেটে বসবাসরত ফেঞ্চুগঞ্জ এর নাগরিকদের কল্যাণে কাজ করা এই সংগঠনের লক্ষ ও উদ্দেশ্য। আহবায়ক কমিটির সভায় সিদ্ধান্ত হয়।
১) সিলেট নগরীতে বসবাসরত ফেঞ্চুগঞ্জ উপজেলার সকল সম্মানিত নাগরিকবৃন্দকে সদস্য হিসাবে তালিকা ভুক্ত করা এবং তাদের তথ্য কালেকশন করা।
২)অ্যাসোসিয়েশনের সংবিধানকে আধুনিকায়ন করার জন্য খসড়া প্রস্তাবনা প্রস্তুত করা।
৩)অ্যাসোসিয়েশনের নতুন মনোগ্রাম/লগো তৈরী করা এবং লগো সম্বলিত সদস্য ফরম তৈরী করা।
৪)উপরোক্ত কার্য্যক্রম সম্পন্ন করে আগামী ডিসেম্বর ২০২২ইং তারিখের শেষ সপ্তাহে সকল সদস্যদের অবহিত করে একটি সম্মেলনের আয়োজন করা।
উল্লেখিত সম্মেলনে সিলেট নগরীতে বসবাসরত ফেঞ্চুগঞ্জ উপজেলার সম্মানিত নাগরিকবৃন্দ ২০২৩-২০২৫ ইং মেয়াদের জন্য এসোসিয়েশন পরিচালনার জন্য একটি পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে।
এই সংগঠন টিকে এগিয়ে নিয়ে যেতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।।।
Leave a Reply