মংচিন থান বরগুনা প্রতিনিধি।।
অবশেষে ঠাই হল বিয়ের দাবিতে বরগুনায় আসা জামালপুরের তরুণী শিখা আক্তার ওরফে মৌ’য়ের। ১৩ মে শুক্রবার সকালে বেতাগী থানা পুলিশ চান্দখালী বাজারের ব্যাংকার মোশারফ হোসেনের বাসা থেকে তাকে আটক করে সেইভ হোমসে পাঠিয়ে দেয়।
বরগুনা মুখ্য হাকিমের নির্দেশ পেয়ে বেতাগী থানা পুলিশ শিখা আক্তার মৌকে পুলিশের হেফাজতে নিয়ে কারাগারের সেইভ হোমসে প্রেরণ করেন বলে বিষয়টি নিশ্চিত করেন বেতাগী থানা পুলিশ।
উল্লেখ্য জামালপুর থেকে বরগুনায় এসেছেন শিখা আকতার মৌ নামের তরুনী। বিয়ের দাবিতে অনশন করছেন বরগুনা জেলার বেতাগীর চান্দখালী নামক কাঠপট্টি বাজারে। সে নিজেকে ইউনিভার্সিটির ছাত্রী পরিচয় দিয়েছেন। তিনি আসলে লেখপড়া করেন না। একেক সময় বিভিন্ন তথ্য ও পরিচয় দিয়ে ধুম্রজাল সৃষ্টি করছেন।
জানাগেছে, শিখা আকতার মৌ বিবাহিত এবং এক সন্তানের জননী। তাছাড়া তিনি টিকটকে আসক্ত। তার টিকটক ভিডিও সংখ্যা পাঁচ শতাধিক।
ঈদের আগের দিনে প্রেমিক মাহামুদুল হাসানকে না পেলে আত্মহত্যার হুমকি দেন মৌ। এ খবর ছড়িয়ে পরলে ওই এলাকার ভারপ্রাপ্ত (ইউপি) চেয়ারম্যান তার লোকজন নিয়ে প্রেমিকের বাবার ভাড়াটিয়া বাসার তালাভেঙ্গে সেই ঘরে থাকতে দেন মৌকে।
পরে স্থানীয়রা সহ জনপ্রতিনির ক্রমাগত চাঁপের ফলে প্রেমিক হাসানের বাবা কৃষি ব্যাংক কর্মকর্তা মোশাররফ হোসেন দেখা করেন মৌয়ের সাথে।
সেই বৈঠকে মৌ জানান, একটাই দাবী বিয়ে ছাড়া দ্বিতীয় কোন পথ নেই তার। এতে এলাকার অনেকেই মত দিলে ছেলের বাবার শর্ত জুড়ে দেন মৌকে। আগের বিয়ের তালাকনামা এনে দিলে মৌকে তার ছেলের বৌ করে মেনে নিবেন। অন্যথায় আইনের আশ্রয় নিবেন মোশাররফ।
মৌ শর্ত অনুযায়ী কাজ না করায় বাধ্য হয়ে ব্যাংক কর্মকর্তা বরগুনা চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হয়ে মেয়ের নামে মামলা দায়ের করেন। আদালত বেতাগী থানার ওসিকে যথাযথ ব্যবস্থা নিতে আদেশ প্রদান করেন। তারই প্রেক্ষিতে এখন বরগুনা কারাগারে ঠাই হলো এক সন্তানের জননী শিখা আক্তার মৌয়ের।###
তাং১৩-০৫-২০২২ইং
মংচিন থান
বরগুনা প্রতিনিধি
০১৭১৬৩১৩১২৭
Leave a Reply