সাহাব উদ্দীন,কর্ণফুলী প্রতিনিধি:
দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন দুরন্ত দুর্বারের দিনব্যাপি ঈদ পুনর্মিলনি এবং সংগঠনের নবগঠিত কমিটির আত্মপ্রকাশ অনুষ্ঠানের আয়োজন সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৭ মে) কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের একটি কমিউনিটি সেন্টারে দিনব্যাপি এই আয়োজন অনুষ্ঠিত হয়।
এই সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রায় ৩ শতাধিক সাবেক কর্মকর্তা । শুক্রবার সকাল দশটায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আয়োজনের শুরু হয়। এ সময় সংগঠনের সাবেক কর্মকর্তা কর্মচারীরা সংগঠন নিয়ে বিশেষ স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন। স্মৃতিচারণে সংগঠনের সাবেক সভাপতি এম.এ মারুফ এবং সাধারণ সম্পাদক শামসুল আলম বলেন, ‘১৯৮৬ সালে যে সময় দুরন্ত দুর্বার প্রতিষ্ঠিত করা হয়েছিল, তখন কর্ণফুলীর এই এলাকা অন্ধকারে নিমজ্জিত ছিল। মানুষ মদ, জুয়া সহ নানা অনাচারে মেতে উঠেছিল। এলাকার শিক্ষার হার ছিল খুবই কম। এসময় আমরা এলাকাকে প্রতিষ্ঠিত করতে এগিয়ে এসেছিলাম সম্মিলিত প্রচেষ্টাতে।’ দুরন্ত দুর্বারের সভাপতি আবদুল মালেক রানার সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক মো. সিরাজের সঞ্চলনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডায়মণ্ড সিমেন্ট লিমিটেড এর পরিচালক ও সংগঠনের উপদেষ্টা লায়ন হাকিম আলী ও নেতৃবৃন্দ ।
Leave a Reply