লাল সবুজের দেশ রিপোর্ট ঃ
র্যাব-১৫, কক্সবাজার এর হোয়াইক্যং ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, একজন মাদক ব্যবসায়ী কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউপিস্থ উনচিপ্রাং বাজারের উত্তরে ব্রীজ সংলগ্ন কক্সবাজার-টেকনাফ মহাসড়কের উপর মাদকদ্রব্য ইয়াবা বিক্রি/অন্যত্র পাচারের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর আভিযানিক দল ১৭/০৬/২০২২ তারিখ আনুমানিক ১৩.০০ ঘটিকায় উক্ত স্থানে পৌঁছালে র্যাবের উপস্থিতিতে একজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে আসামী কামাল উদ্দিন (৩২), পিতা- মৃত নজির আহম্মদ, মাতা- মৃত নূর বাহার, সাং-কানজরপাড়া, ইউপি-হোয়াইক্যং (০৫ নং ওয়ার্ড), থানা- টেকনাফ, জেলা- কক্সবাজারকে গ্রেফতার করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক ধৃত আসামীর দেহ তল্লাশী করে শপিং ব্যাগ হতে সর্বমোট ৬,০০০ (ছয় হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসমূহ টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে তার হেফাজতে রেখে অন্যত্র বিক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিল মর্মে গ্রেফতারকৃত ব্যক্তি জানায়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
Leave a Reply